স্টাফ রিপোর্টার
নড়াইলে “করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধের জন্য কোভিড-১৯ সংক্রমণ জেলা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেশে করোনা আক্রান্তের হার দ্রুত বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়, করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণ প্রতিরোধে জেলার সর্বত্র সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ঘোষিত ১৪ দফা নির্দেশনা মেনে চলার উপর গুরুত্ব আরোপ করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিববুর রহমানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার প্রবীর কুমার রায়, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আসাদ-উজ- জামান মন্সি, সিভিল সা/র্জন ডাঃ নাছিমা আক্তার, সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার পিতা গোলাম মোর্ত্তুজা স্বপন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।