নিউজ ডেস্ক
সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে সোনা ও মুদ্রাসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কেবিন ক্রু আটক হয়েছেন। খবরটি জানার পর রুহুল আমিন শুভ নামে ওই কেবিন ক্রুকে বরখাস্ত করা হয়েছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা থেকে।
বিমান কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেদ্দা থেকে ঢাকাগামী বিমানের ফ্লাইট বিজি-৪০৩৬ তে কর্মরত ছিলেন শুভ। বুধবার (২৬ জানুয়ারি) সকালে ফ্লাইটে আরোহণের সময় কিং আব্দুল আজিজ বিমানবন্দরে নিয়ম অনুযায়ী তল্লাশির সময় তার ব্যাগে স্বর্ণ ও মুদ্রা ধরা পড়ে। এরপর তাকে আটক করে সৌদি কর্তৃপক্ষ।
বিমান বাংলাদেশ এয়াললাইন্সের জনসংযোগ বিভাগের উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সংবাদমাধ্যমকে বলেন, রুহুল আমিন শুভর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, অভিযোগ পাওয়ার পরপরই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি এখন আছেন সৌদি ইমিগ্রেশন অথরিটির কাছে। তাদের লগ রিপোর্ট ও অন্যান্য রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। শুভ কী পরিমাণ মুদ্রা বা সোনাসহ ধরা পড়েছেন, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তাহেরা খন্দকার। (সূত্রঃ সময় টিভি)