গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
‘জনগণ আমাকে ভালবেসে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। জনগণের অকৃত্রিম ভালবাসার প্রতিদান দিতে আমি শাসক নয়, একজন প্রকৃত সেবক হিসেবে নিজেকে মানুষের মাঝে উৎসর্গ করতে চাই। এজন্য ইউনিয়ন পরিষদ হবে জনগণের পরিষদ। এখানে দলমত নির্বিশেষে সকলের জন্য দরজা উন্মুক্ত থাকবে।’ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান সাবেক ছাত্রলীগ নেতা আল মুক্তাদির শাহিন ইউপির দায়িত্বভার গ্রহন অনুষ্ঠানের আলোচনা সভায় এ কথাগুলো বলেন।
আলোচনা সভায় কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য এমপি পুত্র তানজীর আহমেদ রাজীব বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনে ভুল করায় বোকাইনগর ইউনিয়নে নৌকার ভরাডুবি হয়েছে। জনগণ এখানে যোগ্য প্রার্থী আল মুক্তাদির শাহিনকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এ ইউনিয়নের সকল উন্নয়নমূলক কর্মকান্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন তিনি।’
যুবলীগ নেতা মাহফুজুর রহমান রাসেলের সঞ্চালনায় সোমাবার (৩১ জানুয়ারী) বোকাইনগর ইউপি পরিষদ প্রাঙ্গনে দায়িত্বভার গ্রহন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আলী আহাম্মদ খান সেলভী, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মতিউর রহমান মজনু, হাবিবুর রহমান বাবলু, পৌর কাউন্সিলর সাদেকুর রহমান, জেলা পরিষদ সদস্য অরজুনা কবির, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, আ.লীগ নেতা আবু সাঈদ তারা মিয়া, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা রাশেদ মোহাম্মদ আলমগীর, উপজেলা তাঁতীলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান টিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জিল্লুর রহমান ও ইমতিয়াজ সুলতান জনি, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক উমর ফারুক স্বাধীন ও যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান মাসুদ, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন, নব নির্বাচিত ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অলোচনা শেষে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।