স্টাফ রিপোর্টার
নড়াইলে শিক্ষার্থীদের অংশগ্রহণে পাঁচদিনব্যাপী আবাসিক ফুটবল প্রশিক্ষণ শেষে সনদপত্র ও জার্সি বিতরণ করা হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শনিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সনদপত্র ও জার্সি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা।
জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ইসমত আরা, নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু, ক্রীড়া ব্যক্তিত্ব কৃষ্ণপদ দাস, আব্দুর রশীদ মুন্নু, সৈয়দ তরিকুল ইসলাম শান্তসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ডেভেলপমেন্ট কাপ ফুটবল আবাসিক ক্যাম্পে ২৪ জন অনুর্ধ্ব-১৫ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর আগে গত ৩১ জানুয়ারি সকালে এ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।