স্টাফ রিপোর্টার
নড়াইলে প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা মোতাবেক প্রধানমন্ত্রীর অনুশাসন বাজারমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ধান ও চালের মজুদ যাচাই,খাদ্যশস্য লাইসেন্স পরীক্ষাসহ সরকারি নির্দেশনা সম্বলিত হ্যান্ডবিল বিতরণ ও বাজার মনিটরিং করা হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের রূপগঞ্জ বাজারসহ বিভিন্ন বাজারে সদর উপজেলা খাদ্য অফিস, নড়াইল এর আয়োজনে এ মনিটরিং করা হয়।
সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের মোঃ মনিরুল হাসানের নেতৃত্বে একটি টিম এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। ধান ও চালের মজুদের পরিমানের, অতিরিক্ত মজুদ না করা, অনিতিবিলম্বে খাদ্যশস্য লাইসেন্স করা এবং সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ প্রদান করা হয়।