নড়াইল জেলা ক্রীড়া সংস্থার নড়াইল টেবিল টেনিস লীগ-২০২১-২২’র উদ্বোধন

3
9
নড়াইল জেলা ক্রীড়া সংস্থার নড়াইল টেবিল টেনিস লীগ-২০২১-২২'র উদ্বোধন
নড়াইল জেলা ক্রীড়া সংস্থার নড়াইল টেবিল টেনিস লীগ-২০২১-২২'র উদ্বোধন

স্টাফ রিপোর্টার

নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নড়াইল টেবিল টেনিস লীগ-২০২১-২২এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয় জেলা টেবিল টেনিস ক্লাবের প্রশিক্ষণ কেন্দ্রে জেলা ক্রীড়া সংস্থার টেবিল টেনিস কমিটি, নড়াইল এর আয়োজনে লীগের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

উদ্বোধনী খেলায় ক গ্রুপে তুষার স্মৃতি সংসদ ২-০ সেটে উদয়ন সংঘকে পরাজিত করে। জেলা ক্রীড়া সংস্থা টেবিল টেনিস কমিটির সভাপতি গাউছুল আযমের সভাপতিত্বে জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা অতিরিক্ত সম্পাদক কৃষ্ণপদ দাস, কোষাধ্যক্ষ আব্দুর রশীদ মন্নু, অভিভাবক, খেলোয়ারবৃন্দসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতায় ৩৫টি ক্লাবের (পুরুষ ৩টি ও মহিলা ২টি গ্রুপ) অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করছে।