স্টাফ রিপোর্টার
হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে লোহাগড়ায় এলেন মাদারীপুরের বর লন্ডন প্রবাসী মিরাজ বাকার। বর মিরাজ বাকার মাদারীপুর সদর উপজেলার আলহাজ্ব আবু বক্কার সিদ্দিকের ছেলে এবং কনে লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য হুমায়ুন কবির মিল্টন ভূইয়ার মেয়ে লামিয়া কবির মিম। মঙ্গলবার সন্ধ্যায় লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে আনুষ্ঠানিকভাবে এ বিয়ে অনুষ্ঠিত হয়।
পরিবার সূত্রে জানা গেছে – পারিবারিকভাবে মিরাজ বাকারের সাথে লামিয়া কবির মিমের বিয়ে ঠিক হয়। মঙ্গলবার বেলা দুইটার দিকে হেলিকপ্টারে চড়ে তিনজন আত্মীয় নিয়ে মিরাজ বাকার কনের বাড়ীর পাশে ইতনা স্কুল এন্ড কলেজ মাঠে অবতরণ করেন। তবে অন্য বর যাত্রীরা মাইক্রোবাসে চড়ে কনের বাড়িতে আসে। হেলিকপ্টার ও বরযাত্রী দেখতে শত শত লোক ইতনা স্কুল মাঠে ভীড় করে। উৎসুক জনতার ভীড় সামলাতে পুলিশ মোতায়েন করা হয়।
কনের পিতা হুমায়ুন কবির মিল্টন জানান, তার তিন সন্তানের মধ্যে লামিয়া বড়। সে এবারের এইচএসসি পরীক্ষার্থী। এ বিয়েতে দুই শতাধিক বরযাত্রী এসেছিল। বরপক্ষ বিয়ে শেষে হেলিকপ্টারে করেই আমার মেয়েকে মাদারীপুর গ্রামের বাড়ীতে নিয়ে গেছেন। বর মিরাজ বাকার বলেন, বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসা। এখন আমার খুব আনন্দ লাগছে।