নড়াইলে ‘দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প’ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

0
3
নড়াইলে ‘দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প’ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
নড়াইলে ‘দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প’ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

নড়াইলে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন খান নিলু। সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের সভাপতিত্বে অনষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারি প্রকল্প পরিচালক মোঃ মনিরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদিউজ্জামান, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ এনামুল হক উপস্থিত ছিলেন।

মৎস্য ও কৃষি বিভাগের সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও মৎস্য খামারীসহ বিভিন্ন শ্রেণীপেশার শতাধিক মানুষ এ উদ্বুদ্ধকরণ সভায় অংশগ্রহন করেন।

টেকসই উৎপাদন নিশ্চিতকরণে দেশীয় প্রজাতির মাছ এবং অপ্রচালিত মৎস্য পণ্য শামুক সংরক্ষণ ও উন্নয়ন, খাঁচায় ও ধানক্ষেতে মাছ চাষ এবং স্থানভেদে লাগসই প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করাসহ প্রকল্প এলাকায় অভ্যন্তরীণ জলাশয়ে মাছের বর্তমান উৎপাদন ও উৎপাদনশীলতার ওপর ভিত্তি করে শতকরা ১৬ ভাগ বৃদ্ধি করাই প্রকল্পের মূল লক্ষ্য বলে উদ্বুদ্ধকরণ সভায় জানানো হয়।