নড়াইলে ভাষা শহীদদের স্মরণে ৩ কিঃমিঃ রাস্তায় পথচিত্র অংকন; অতঃপর বৃষ্টি

2
5
নড়াইলে ভাষা শহীদের স্মরণে ৩ কিঃমিঃ রাস্তায় পথচিত্র অংকন; অতঃপর বৃষ্টি
নড়াইলে ভাষা শহীদের স্মরণে ৩ কিঃমিঃ রাস্তায় পথচিত্র অংকন; অতঃপর বৃষ্টি

স্টাফ রিপোর্টার

ব্যতিক্রমী ও নান্দনিক একটি আয়োজন দেখলো নড়াইলবাসী। ৩ কিঃমিঃ পথচিত্র অংকন। পথচিত্রে স্থান পায় রক্তাক্ত একুশ, ৬৬-এর ৬ দফা, ৭১-এর মুক্তিযুদ্ধ, পদ্মা সেতু, বিভিন্ন বর্ণমালা, স্বাধীনতার বিভিন্ন শ্লোগান, গ্রাম বাংলার চিত্র, আল্পনা ইত্যাদি।শনিবার (১৯ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত চিত্রশিল্পীরা নড়াইল জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে শুরু করে শহরের একুশের আলো (কুরিরডোব মাঠ) মাঠ পর্যন্ত তিন শতাধিক ভলেন্টিয়ার ও চিত্রশিল্পী ১১টি সেক্টরে বিভক্ত হয়ে ৩ কিঃমিটার লম্বা এবং ১২ ফুট চওড়া টানা এ পথচিত্র অংকন করেন। রবিবার (২০ ফেব্রুয়ারী) দুপুর থেকে শুরু হয় বৃষ্টি-শিলা বৃষ্টি। মাঝারি থেকে ভারি বর্ষায় নড়াইলের পথঘাট ভিজে উঠে। রঙের তুলির আলপনা বর্ষার পানিতে কিছুটা মিশে যায়।

নড়াইল চেরৈাস্তায় এ কর্মযজ্ঞের উদ্বোধন করেন জেলা জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পথচিত্র বাস্তবায়ন কমিটির আহবায়ক নড়াইল ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, নড়াইল পৌরসভার মেয়র আনজুমান আরা, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুন্ডু, নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন প্রমুখ।

আয়োজক সূত্রে জানা গেছে, পথচিত্র বাস্তবায়ন কমিটি নড়াইলের উদ্যোগে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ পথচিত্র অংকন করা হয়। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ এবং পথচিত্র বাস্তবায়ন কমিটির আহবায়ক প্রফেসর মোঃ রবিউল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে ব্যতিক্রমী এ উদ্যোগ হাতে নেওয়া হয়। বিশাল এ কর্মযজ্ঞ সফল করতে প্রায় ৪ হাজার লিটার রং-এর প্রয়োজন ছিল, যার মূল্য প্রায় ১৬ লাখ টাকা। এ রং-এর ব্যবস্থা করে দিয়েছেন নড়াইল-২ আসনের এমপি জনাব মাশরাফী বিন মোর্ত্তজা। সারা বাংলাদেশে এ ধরণের পথচিত্র এই প্রথম বলে মন্তব্য করেন।