স্টাফ রিপোর্টার
নড়াইলে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহের চাবি হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার সদর উপজেলা প্রশাসন,নড়াইলের আয়োজনে সদরের মুলিয়া ইউনিয়নের কোড়গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিববর্ষ উপলক্ষ্যে দেশের ভ’মিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের আওতায় প্রধান অতিথি জেলা প্রশাসক ২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে গৃহের চাবি হস্তান্তর করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা নাসরিন সুলতানা, মুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী, সাবেক ছাত্রলীগ নেতা পল্লব মজুমদার,সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, উপকারভোগী বাসন্তী রানী বিশ্বাস ও গীতালী বিশ্বাস ও তাদের পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিটি ঘর ২ শতক জমির উপর ২লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে নির্মান করা হয়েছে। এসময় প্রতিটি পরিবারকে ১টি করে কম্বল ও চাউল ,ডাল, তেলসহ একটি খাবরের প্যাকেট দেয়া হয়।