স্টাফ রির্পোটার
সার কিনতে এসে কৃষককে গলাধাক্কা দেয়া সার ডিলার হাসানুজ্জামানের ডিলারশীপ বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন করেছে কৃষকলীগ। শনিবার (৫ মার্চ) দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা কৃষকলীগের সভাপতি মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার শাহেদ আলী, জেলা মৎসজীবিলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারন সম্পাদক শামীম আতিক সহিদ, সদর উপজেলা কৃষকলীগ সভাপতি আকতার হোসেন, লোহাগড়া উপজেলা কৃষকলীগ সভাপতি শেখ সাইদুর রহমান, পৌর আ.লীগের সহ-সভাপতি মেসকাতুল ওয়ায়েজীন প্রমুখ।
সাংবাদিক সম্মেলন থেকে অভিযোগ করা হয়, কৃষককে ঘাড়ধাক্কা দেয়ায় হাসানুজ্জামানের কোন বিচার হয়নি। অবিলম্বে হাসানুজ্জামানের সার ডিলারশীপ বাতিল করে শাস্তির আওতায় আনা হোক। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারী একই দাবীতে নড়াইলের আদালত সড়কে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। এর আগে ১৭ ফেব্রুয়ারী জেলা আ.লীগের সহ-সভাপতি ও সার ডিলার হাসানুজ্জামানের দোকানে সার কিনতে গিলে কৃষক আলী মোহাম্মদ’র সাথে অপ্রত্যাশিত ও অসৌজন্যমূলক আচরণ করেন তিনি।