স্টাফ রিপোর্টার
নড়াইল ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজওয়ান মোল্লার নেতৃত্বে শহরের রূপগঞ্জ এলাকার ঈগল কাউন্টারে হা/মলা করা হয়েছে। এ সময় কাউন্টার ম্যানেজারের ছোট ভাই রাজিব বিশ্বাসকে (২৩) লাঠিপেটা করা হয়েছে এবং কাউন্টারের কাঁচ ভাংচু/র করা হয়। রাজিবকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার (৫ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাত ১০টার দিকে সদর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। রূপগঞ্জ ঈগল কাউন্টারের ম্যানেজার শহরের ভওয়াখালী এলাকার রাসেল বিশ্বাসের ভাই আহত রাজিব অভিযোগে জানান, রাত পৌনে ৮টার দিকে রেজওয়ান মোল্লার নেতৃত্বে একটি গ্রুপ ঈগল কাউন্টারের সামনে এসে প্রথমে আমাকে মা/রধ/র ও লা/ঠিপে/টা করে। পরে কাউন্টারে হাম/লা চালিয়ে টেবিলের কাঁচ ভাংচু/র করে। কাউন্টারের ম্যানেজার রাসেল জানান, ঘটনার সময় বাইরে ছিলেন। এ ঘটনায় তিনি বাদি হয়ে ৭জন জ্ঞা/ত এবং অজ্ঞা/ত ১৩জনের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
তবে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজওয়ান মোল্যা অভিযোগ অস্বী/কার করে বলেন, আপনারা আশে-পাশের সিসিটিভির ফুটেজ দেখেন আমি ভাংচু/র করেছি কিনা। তার বিরু/দ্ধে ষ/ড়যন্ত্র বলে দাবি করেন।
জেলা ছাত্রলীগের সাধারণসম্পাদক রকিবুজ্জামান পলাশ বলেন, অভিযোগের বিষয়টি শুনেছি। তবে এ ধরনের কোন প্রমাণ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদ/ন্ত) মোঃ মাহামুদুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদ/ন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।