ইউক্রেনে হ/তাহ/তের খবর ছাড়া একদিনও কাটেনি

0
7
ইউক্রেনে হ/তাহ/তের খবর ছাড়া একদিনও কাটেনি
ইউক্রেনে রাশিয়ার আগ্রা/সন

আন্তর্জাতিক ডেস্ক/এমএসএ

গত ২৪ ফেব্রুয়ারি বুধবার থেকে ইউক্রেনে শুরু হয় রাশিয়ার আগ্রা/সন। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ১৩৩৫ জন বেসামরিক লোক হ/তাহ/তের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪৭৪ জন নিহ/ত এবং ৮৬১ জন আহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে।

কিছু রিপোর্ট অপ্রকাশিত বা অসমাপ্ত থাকায় বেসামরিক টোল অসম্পূর্ণ বলে দাবি করেছে সংস্থাটি। একটি বিবৃতিতে তারা জানিয়েছে: “এটি উদ্বেগজনক, উদাহরণস্বরূপ, ভলনোভাখা, মারিউপোল, ইজিয়াম শহর যেখানে শত শত বেসামরিক হ/তাহ/তের অভিযোগ রয়েছে।”৷ এর আগে গত সোমবার জারি করা বেসামরিক নাগরিকদের মৃ/তের সংখ্যা ছিল ৪০৬ নাগরিক।

জেনেভায় জাতিসংঘে ইউক্রেনের রাষ্ট্রদূত ইয়েভেনিয়া ফিলিপেনকো মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে বলেছেন যে প্রধান ইউক্রেনীয় শহরগুলির আবাসিক এলাকায় নির্বিচারে বো/মা হা/মলা হয়েছে। গো/লাবর্ষণের ফলে কয়েক ডজন বেসামরিক হ/তাহ/তের খবর ছাড়া একটি দিনও কাটেনি।”

এদিকে মস্কো জানিয়েছে, সংবিধান সংশোধন করে ইউক্রেন যদি নেটো বা ইউরোপীয় ইউনিয়নে যোগ না দেয়ার নিশ্চয়তা দেয়, তাহলে তারা হা/মলা বন্ধ করবে।