নড়াইলের কালিয়ায় তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

0
20
নড়াইলের কালিয়ায় তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
নড়াইলের কালিয়ায় তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

স্টাফ রিপোর্টার

মূল্য তালিকা না টানানোর দায়ে নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ি বাজারের তিন ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমাবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে নির্বাহী মেজিস্ট্রেট মো. জাহিদুর রহমান ও আনিসুর রহমান ওই অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদলত সূত্রে জানা যায়, মূল্য তালিকা না থাকার দায়ে চাচুড়ি বাজারের মুদি ব্যবসায়ী দীপংকার সাহাকে ৩ হাজার টাকা, আইবুর রহমানকে ২ হাজার টাকা ও শহিদুল ইসলামকে ১ হাজার টাকা জারিমানা আদায় করা হয়। এসময় সবাইকে আজ থেকে খোলা সয়াবিন তেল ১৬৫ টাকা কেজি দরে বিক্রির করার জন্য নির্দেশ দেন আদালত।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. শরিফুল ইসলাম, কৃষি বিপনণ কর্মকর্তা কাঞ্চন চক্রবর্তী ও আনসার ব্যাটেলিয়ানের ল্যান্স নায়েক বুলবুল আলমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নির্বাহী মেজিস্ট্রেট মো. জাহিদুর রহমান বলেন, মূল্য তালিকা না থাকায় ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সবাইকে সতর্ক করে ১৬৫ কেজি দরে সয়াবিন তেল বিক্রি করতে বলা হয়েছে। ভবিষ্যতে অভিযান অব্যাহত থাকবে।