স্টাফ রিপোর্টার
বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মাহমুদা বেগম কৃক বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে মহিলা আওয়ামীলীগের নেতা-কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের উন্নয়ন কর্মকান্ডকে অব্যাহত রাখতে আওয়ামী লীগের পাশে থাকতে নড়াইল জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকান্ডে আরো গতিশীলতা ও শক্তিশালী করতে হবে। দলের কর্মী বাড়াতে হবে। এজন্য দলের নেতাকর্মীদের জোরালোভাবে কাজ করার আহবান জানান। আগামী ২৪ মার্চ গোপালগঞ্জে নারী সমাবেশকে সফল করতে স্বতস্ফুর্তভাবে মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীদের যোগদানের আহবান জানান।
মঙ্গলবার (১৫ মার্চ) বিকালে শহরের পুরাতন টার্মিনাল জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ নড়াইল জেলা শাখার বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ নড়াইল জেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট রমা রাণী রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।
বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ জেলা শাখার সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের নারী ভাইস-চেয়ারম্যান ইসমত আরার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারন সম্পাদক ড. জান্নাত আরা হেনরী, সাংগঠনিক সম্পাদক সোহেলা পারভীন রানু, সদস্য ও রাজবাড়ী জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহিদা চৌধুরী তন্নী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামীলীগ জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অর্পণা রানী বিশ্বাস, গুলশান আরা বুলু, অ্যাডভোকেট রওশন আরা কবীর লিলি, জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান সালমা রহমান কবিতা, জেলা পরিষদের সদস্য ও মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনিন সুলতানা রোজি, মহিলা আওয়ামীলীগ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি লতিফা পারভীন লেভী, কালিয়া উপজেলা সভাপতি বিউটি খাতুন প্রমূখ। সভায় নড়াইলের তিনটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।