নড়াইলে বিএডিসির ডিলারদের সার ডিলার নিবন্ধনে গড়িমসি, প্রতিবাদে সংবাদ সম্মেলন

0
3
নড়াইলে বিএডিসির ডিলারদের সার ডিলার নিবন্ধনে গড়িমসি, প্রতিবাদে সংবাদ সম্মেলন
নড়াইলে বিএডিসির ডিলারদের সার ডিলার নিবন্ধনে গড়িমসি, প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার

নড়াইলে বিএডিসির (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন) বীজ ডিলাররা সার ডিলার নিবন্ধনে গড়িমসি এবং জেলা সার ও বীজ মনিটরিং কমিটিতে বিএডিসির বীজ ডিলার প্রতিনিধি যুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে। বুধবার (১৬ মার্চ) দুপুরে নড়াইল অভিলাস কমিউনিটি সেন্টারে নড়াইল জেলা বিএডিসির বীজ ডিলার এসোসিয়েশনের আয়োজনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন এসোসিয়েশনের সভাপতি সায়েদ আলী শান্ত। এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খান তাকিউল আজম, প্রবীর বিশ্বাস, খায়রুল বিশ্বাস প্রমুখ।

বক্তারা জানান, ২০১০ সালের ২২ মার্চ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), ঢাকায় পরিচালক পর্ষদের ৫ম সভার সিদ্ধান্ত হয় দেশের বিভিন্ন জেলায় অবশিষ্ট বিএডিসির বীজ ডিলার থেকে স্ব স্ব জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সুপারিশ পত্রের ভিত্তেতে বিএডিসির সার ডিলার হিসাবে নিবন্ধন প্রদান করা হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী যথা সময়ে নড়াইল জেলার বিএডিসির বীজ ডিলারগণ সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে সার ডিলারশীপ পাবার জন্য আবেদন করা হয়। কিন্তু দীর্ঘ এক যুগ কেটে গেলেও আমাদের বিএডিসির সার ডিলার হিসাবে নিবন্ধন দেওয়া হয়নি। যতোবারই নড়াইল জেলা সার ও বীজ মনিটরিং কমিটির মিটিং এ আমাদের আবেদন উপস্থাপন করা হয়েছে, ততোবারই প্রয়োজনীয় সার ডিলার নড়াইলে আছে এবং অতিরিক্ত ডিলার নিয়োগ দিলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই মনগড়া অযৌক্তিক অযুহাতে আমাদের ন্যায্য দাবিকে প্রত্যাখ্যান করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। নড়াইল জেলা থেকেও ছোট জেলা মেহেরপুরে বিসিআইসি (বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন) এবং বিএডিসি-এর সার ডিলার রয়েছেন ৯৩ জন। এর মধ্যে বিএডিসির বীজ ডিলার থেকে সার ডিলার হয়েছেন ৫৬ জন। সেখানে বর্তমানে নড়াইল জেলায় সর্বমোট সার ডিলার আছে ৪৪ জন। বিসিআইসি-এর সার ডিলারের মধ্যে বিএডিসির বীজ ডিলার থেকে সার ডিলার হয়েছে মাত্র ৩ জন। নড়াইল-০২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজাকে বিষয়টি জানালে তিনি গত বছরের ৯ অক্টোবর জেলা প্রশাসকের কাছে অফিসিয়ালভাবে ডিও লেটার পাঠান। কিন্তু লজ্জ¦ার বিষয় যে, মাননীয় এমপি মহোদয়ের নির্দেশনা আজও বাস্তবায়িত হয়নি।

এছাড়া নিয়মানুযায়ী নড়াইল জেলা সার ও বীজ মনিটরিং কমিটিতে নড়াইল বিএডিসির বীজ ডিলার এসোসিয়েশনের কোন প্রতিনিধি নাই। গত বছরের ২৬ নভেম্বর নড়াইল জেলা বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশনের সাধারণ সভায়, জেলা সার ও বীজ মনিটরিং কমিটিতে প্রতিনিধি মনোনীত করে এবং যুগ্মপরিচালক (বীজ বিপনন) বিএডিসি, খুলনা বিভাগ-এর সুপারিশসহ নড়াইল জেলা প্রশাসক বরাবর গত বছরের ২০ ডিসেম্বর প্রদান করা হয়। এরপর নড়াইল জেলা সার ও বীজ মনিটরিং কমিটির একটি সভা অনুষ্ঠিত হলেও বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশনের প্রতিনিধিকে অবহিত করা হয়নি ।

বক্তারা বলেন, বাংলাদেশের ৬৩ জেলায় ২০১০ সালের সুপারিশপত্রের সিদ্ধান্ত বাস্তবায়িত হলেও শুধুমাত্র নড়াইলে এ সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। আমাদের দাবি ২০১০ সালের সুপারিশ পত্রের সিদ্ধান্ত মোতাবেক আমাদের বিএডিসির বীজ ডিলারদেরকে সার ডিলার হিসাবে নিয়োগ দেওয়াসহ, নড়াইল জেলা সার ও বীজ মনিটরিং কমিটিতে আমাদের নির্বাচিত প্রতিনিধিকে অর্ন্তভুক্ত করা হোক। দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের কর্মসূচী দেওয়ার ঘোষণা দেওয়া হয়।