স্টাফ রিপোর্টার
নড়াইল পৌরসভার উদ্যোগে ১০২পাউন্ড ওজনের কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় পৌরসভা কার্যালয়ে পৌরসভার কাউন্সিলর, পৌর কর্মকর্তা-কর্মচারী ও শিশুদের নিয়ে কেক কাটেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।
এ সময় প্যানেল মেয়র কাজী জহিরুল ইসলাম জহির, মো: রেজাউল বিশ্বাস, কাউন্সিলর শরফুল আলম লিটু, ইপিরাণী অধিকারী, পৌরসভা কর্মচারী ইউনিয়নের সভাপতি ও হিসাব রক্ষক মো: সাইফুজ্জামান উপস্থিত ছিলেন।দিবসটি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা এম আল ইমরান।
এর আগে জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়। সকাল ৮টায় শহরের পুরাতন টার্মিনালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ফকরুল হাসান। এছাড়া জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধারা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা পুস্পমাল্য অর্পণ করেন।