স্টাফ রিপোর্টার
পুরাকীর্তি, ইতিহাস, ঐতিহ্য, বীরত্বগাঁথা, সংস্কৃতি ও সমৃদ্ধি নিয়ে ২দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে নড়াইল ফটোগ্রাফিক সোসাইটি, নড়াইল এর আয়োজনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
এ প্রদর্শনীর উদ্বোধন করেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম। নড়াইল ফটোগ্রাফিক সোসাইটির সদস্যদের ৩৮টি ফটোগ্রাফি এ প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে। নড়াইল ফটোগ্রাফিক সোসাইটির যুগ্ম-আহবায়ক নাজমুল হাসান লিজার সভাপতিত্বে নড়াইল ভিক্টোরিয়া কলেজের অর্থনীতি বিভাগীয় প্রধান শাহানা বেগম, নড়াইল প্রেসক্লঅবের সাধারণ সম্পাদক মোঃ শামীমূল ইসলাম টুলু, চিত্রশিল্পী বিমানেশ বিশ্বাস, সোসাইটির সদস্য সচিব মাসুম জব্বারী, সরকারি কর্মকর্তা, নড়াইল ফটোগ্রাফিক সোসাইটির কর্মকর্তা ও সদস্যগণ, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।