স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও বরেণ্য সমাজকর্মী আল-মাহমুদ ইরোজ গত শনিবার ইন্তেকাল করেছেন(ইন্না-লিল্লাাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী,এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন তার মেয়ে কুষ্টিয়া জেলার গাংনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানমের কাছে থাকতেন। সেখানে তিনি অসুস্থ্য হয়ে পড়লে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্ত্তি করা হয়। গত শনিবার সন্ধ্যায় তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ইরোজ স্যার দীর্ঘদিন ডায়াবেটিস, উচ্চ র/ক্তচাপসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। তাকে রোববার সকাল ১১টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। মরহুমের জানাযার নামাজ শেষে লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন ক/বরস্থানে দা/ফন করা হয়। বীরমুক্তিযোদ্ধা আল মাহমুদ ইরোজ শিক্ষকতার পাশাপাশি লোহাগড়ার বিভিন্ন সড়কের পাশে সহস্রাধিক তালবীজ রোপণ করেছেন।
এছাড়া তিনি পরিচ্ছন্ন লোহাগড়া গড়তে নিজ উদ্যেগে রাস্তা ঝাড় দিয়ে সমাজকর্মী হিসাবে ব্যপক পরিচিতি লাভ করেন। ব্যক্তিগত উদ্যেগে তার এই সমাজসেবা মূলক কাজের জন্য বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশনে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। তাঁর মৃত্যুতে লোহাগড়া উপজেলা শিক্ষক সমিতি, সাংবাদিক, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।