স্টাফ রিপোর্টার
রবিবার (১৭ এপ্রিল ২০২২) বিকাল ৫ টায় নড়াইলে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা প্রশাসক এর সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷
জেলা প্রশাসক মোহম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনজীবী, গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। এসময় বক্তব্য রাখেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ সুবাস চন্দ্র বসু, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, এডঃ মোঃ আলমগীর সিদ্দিকী, এড এস এ মতিন প্রমুখ।
বক্তারা ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস বিষয়ে অত্যান্ত তথ্যবহুল আলোচনা উপস্থাপন করেন। উক্ত অনুষ্ঠানে ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠন, ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে উক্ত সরকারের উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ তথ্য অফিসের পক্ষ হতে এক আলো আলোকচিত্র ভিডিওচিত্র দেখানো হয়।
মুজিবনগর সরকার গঠনের পটভূমি, মুক্তিযুদ্ধের সফল সমাপ্তির পেছনে ঐ সরকারের কার্যকর ভূমিকা, মুক্তযুদ্ধকালীন প্রবাসী সরকারের প্রতি বর্হিবিশ্বের সমর্থন ইত্যাদি বিষয়ে তথ্যবহুল আলোচনা করা হয় ৷