গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ময়মনসিংহের গৌরীপুরে জমিসহ ঘর পাচ্ছেন ৩৫টি ভূমি ও গৃহহীন পরিবার। মঙ্গলবার (২৬ এপ্রিল) ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এ কর্মসূচীর উদ্বোধনের পর স্থানীয় ৩৫ পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হবে। রবিবার (২৪ এপ্রিল) দুপুরে অফিসার্স ক্লাবে সাংবাদিক সম্মেলনে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, প্রধামন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এ উপজেলায় এ পর্যন্ত ১২৭টি পরিবারের মাঝে জমিসহ ঘর বুঝিয়ে দেয়া হয়েছে। ৩য় পর্যায়ে আরও জমিসহ ঘর পাবেন ৪২টি পরিবার। তারমধ্যে ৩৫টি ঘর নির্মাণকাজ শেষ হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচীর উদ্বোধনের পর ৩৫টি পরিবারের মাঝে জমিসহ ঘর বুঝিয়ে দেয়া হবে জানান তিনি।
এ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) নিকহাত আরা, উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ ওয়াহেদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, ইউপি চেয়ারম্যান মোঃ হয়রত আলী, জায়েদুর রহমান, আব্দুল্লাহ আল আমিন জনি, শেখ আল মুক্তাদির শাহীন, সালাহ উদ্দিন কাদের রুবেল প্রমুখ।