নড়াইলে আদায়কৃত যাকাত বন্টন ও যাকাত আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন শীর্ষক আলোচনা

0
18
নড়াইলে আদায়কৃত যাকাত বন্টন ও যাকাত আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন শীর্ষক আলোচনা
নড়াইলে আদায়কৃত যাকাত বন্টন ও যাকাত আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন শীর্ষক আলোচনা

স্টাফ রিপোর্টার

নড়াইলে “সরকারি যাকাত ফান্ডে ২০২০-২১ অর্থবছরের আদায়কৃত যাকাত বন্টন ও ২০২১-২২ অর্থবছরে যাকাত আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য যাকাত বিষয়ক” এক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার জলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন, নড়াইল, এর আয়োজনে এ সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুƒল হাসান এতে প্রধান অতিথি ছিলেন।

ইসলামিক ফাউন্ডেশন, নড়াইলের উপ-পরিচালক মোহাম্মদ ইয়াছিন মোল্যা এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপর মোঃ রিয়াজুল ইসলাম, সদর থানার ভারপ্রাপক কর্মকর্তা মোঃ শওকত কবির সরকারি কর্মকর্তা, বিভিন্ন মসজিদের ইমাম ও আলেম ওলামাগণ, সুশীল সমাজের প্রতিনিধি এ সময় এ সময় উপস্থিত ছিলেন।

সেমিনারে ২০২০-২১ অর্থবছরের সরকারি যাকাত ফান্ডে আদায়কৃত যাকাত কিভাবে বন্টন করা যায় এবং ২০২১-২২ অর্থবছরে যাকাত আদায়ের লক্ষ্যমাত্রা কিভাবে অর্জন করা যায় সে বিষয়ে উপস্থিতিদের মাঝে আলোচনা করা হয়।

পরে ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে “যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক” অপর এক আলোচনা ও সেমিনার অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন, নড়াইলের উপ-পরিচালক মোহাম্মদ ইয়াছিন মোল্যা এর সভাপতিত্বে সরকারি কর্মকর্তা, বিভিন্ন মসজিদের ইমাম ও আলেম ওলামাগণ, সুশীল সমাজের প্রতিনিধি এ সময় এ সময় উপস্থিত ছিলেন।