চিকিৎসকদের নিয়ে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মতবিনিময় সভা

0
12
চিকিৎসকদের নিয়ে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মতবিনিময় সভা
চিকিৎসকদের নিয়ে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার

‘চিকিৎসা সেবায় নড়াইল হবে স্বনির্ভর’ এ লক্ষ্য-উদ্যেশ্যকে সামনে নিয়ে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে চিকিৎসকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) বিকেলে শরীফ আব্দুল হাকিম এন্ড নড়াইল এক্সপ্রেস হাসপাতালে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহ-সভাপতি ও নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামীমূল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, নড়াইলের কৃতি সন্তান নড়াইল সদর হাসপাতালের আরএমও সুজল কুমার বকসি, নড়াইল সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ আলিমুজ্জমান সেতু, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মির্জা নজরুল ইসলাম, ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক এমএম কামরুল আলম, ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাজী হাফিজুর রহমান, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ আলম প্রমুখ। মতবিনিময় সভায় নড়াইল সদর, কালিয়া ও লোহাগড়া হাসপাতালে কর্মরত ১৬জন চিকিৎসক উপস্থিত ছিলেন। উপস্থিত চিকিৎসক সবাই নড়াইলের সন্তান।

সভায় চিকিৎসকরা চিকিৎসা সেবায় নড়াইলকে স্বনির্ভর করতে এক মত পোষণ করেন এবং ঈদের পর শরীফ আব্দুল হাকিম এন্ড নড়াইল এক্সপ্রেস হাসপাতালে ২৪ ঘন্টা জরুরি সেবাসহ অন্যান্য বিষয়ে নামমাত্র ফি নিয়ে চিকিৎসা সেবা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় ৫শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিটের কাজ শেষ পর্যায়ে রয়েছে।