স্টাফ রিপোর্টার
নড়াইলে বিশ্ব মা দিবস পালন উপলক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, নড়াইল এর আয়োজনে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রেশাসক ( সার্বিক) মোঃ ফকরুল হাসান এর সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তর, নড়াইলের উপ-পরিচালক মৌসুমী মজুমদার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, জাতীয় মহিলা সংস্থা নড়াইলের চেয়ারম্যান সালমা রহমান কবিতা, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, মায়েরা, নারী সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
সভাশেষে কিশোর-কিশোরী ক্লাব স্থপান প্রকল্পের আওতায় মহিলা বিষয়ক মন্ত্রনালয় থেকে প্রাপ্ত কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে জার্সি, ট্রাউজার ও আইডি কার্ড বিতরন করা হয়।
জেলার ৪২টি কিশোর-কিশোরী ক্লাবের ১,২৬০ জন সদস্যের মাঝে জার্সি, ট্রাউজার ও আইডি কার্ড বিতরণ করা হয়। (কিশোর ৪২০ জন এবং কিশোরী ৮৪০ )।