নড়াইল জেলা আইনজীবী সমিতিতে আসন্ন বার কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সভা

0
11
নড়াইল জেলা আইনজীবী সমিতিতে আসন্ন বার কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সভা
নড়াইল জেলা আইনজীবী সমিতিতে আসন্ন বার কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সভা

স্টাফ রিপোর্টার

নড়াইল জেলা আইনজীবী সমিতিতে আসন্ন বার কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে সম্মিনিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পষিদের উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

বুধবার বেলা ১.৩০ মিনিটে বারের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এডঃ মোঃ আলমগীর সিদ্দিকী। এসময় বক্তব্য রাখেন বারের সভাপতি এডঃ ওমর ফারুক, এডঃ ওয়ালিউর রহমান, এডঃ উত্তম কুমার ঘোষ, এডঃ মোঃ একরামুল হক, এডঃ রেজাইল ইসলাম আলম, এডঃ নাজমুল ইসলাম লিটন, এডঃ পরিতোষ কুমার বাগচী, এডঃ কাজী বশিরুল হক , এডঃ রমা রায়, এডঃ রবীনাদ্রনাথ বিশ্বাস, এডঃ,ল সরদার মাহাবুব হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, যেহেতু আসন্ন বার কাউন্সিল নির্বাচনে সম্মিনিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পষিদের নেতৃত্ব দিচ্ছেন নড়াইলের কৃতি সন্তান সৈয়দ রেজাউর রহমান সে কারণে নড়াইল বারের সকল সদস্য যেন এ প্যানেলে ভোট প্রদান করেন। আগামী ২৫ মে বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে।