স্টাফ রিপোর্টার
নড়াইলে ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষ্যে ”ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ” এ শ্লোগানের মাধ্যমে ৫ দিনব্যাপি এ সেবা কার্যক্রম চলছে। সেবা সপ্তাহের চতুর্থ দিন রোববার নড়াইল সদর উপজেলা ভূমি অফিসের ব্যাবস্থাপনায় সেবা সপ্তাহের আনুষ্ঠানিকভাবে এক বর্নাঢ্য র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ভূমি সেবা সপ্তাহ ১৯ থেকে ২৩ মে পর্যন্ত পালিত হবে।
ভূমি সেবা সপ্তাহ পালন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানে ভূমি সেবা প্রত্যাশীদের হাতে নামজারির ডকুমেন্ট, এল এ চেক, পর্চা প্রদানসহ বিভিন্ন পর্যায়ে ভাল কাজের স্বিকৃতি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল কুদ্দুস, কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহুরুল ইসলাম, আর ডি সি মোঃ আনিসুর রহমান,সদর সাব রেজিষ্টার মোঃ রফিকুল ইসলাম, পৌর সভার নায়েব মোঃ মোস্তাফিযুর রহমান মিলন সহ সদরের বিভিন্ন ইউনিয়নের নায়েব ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।