নড়াইলে নানা আয়োজনে আওয়ামী মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
6
নড়াইলে নানা আয়োজনে আওয়ামী মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নড়াইলে নানা আয়োজনে আওয়ামী মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো কেক কাটা, আলোচনা সভা দোয়া অনুষ্ঠান ও খাদ্য বিতরণ। রবিবার (২২ মে) সন্ধ্যায় নড়াইল পৌরসভার গাড়–চুরা উপশহর বাজারে এ কর্মসূচি পালিত হয়।

আওয়ামী মৎস্যজীবি লীগ নড়াইল জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা।

আওয়ামী মৎস্যজীবী লীগ নড়াইল জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আতিক মহিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নড়াইল পৌর আওয়ামীলীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ছাত্র নেতা মেশকাতুল ওয়ায়েজীন লিটু, জেলা মৎস্যজীবি লীগের সহ-সভাপতি খন্দকার শাহেদ আলী শান্ত, জেলা সেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক ফিরোজ শেখ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রকিবুজ্জামান পলাশ প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ কেক কাটেন। পরে অতিথিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আওয়ামীলীগ সহ অঙ্গসংগঠন সাংগঠনিকভাবে এগিয়ে চলেছে। আওয়ামী মৎস্যজীবী লীগের দলীয় কর্মকান্ড শক্তিশালী হলে আওয়ামীলীগের শক্তি বাড়বে। দলের সাংগঠনিক কর্মকান্ডে আরো গতিশীলতা আনতে আওয়ামীলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের কর্মকান্ডে আরো গতিশীলতা আনতে হবে। কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।