স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা গ্রামের আলমগীর হোসেনের বাড়িতে ডাকাতি হয়েছে। গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে গ্রাম্য চিকিৎসক আলমগীর হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।
আলমগীর হোসেন জানান,ডাকাতরা বাড়ির গেটের তালা ভেঙ্গে ঘরে ঢোকে। ৬-৭ জনের সংঘবদ্ধ ডাকাত দল মুখোশ পরা ছিল। তাঁরা আলমগীর হোসেনকে বেঁধে অস্ত্রেও ভয় দেখিয়ে নগদ ৮৭ হাজার টাকা, সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও পাঁচটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। উল্লেখ্য এ বছরের শুরুতেই লোহাগড়ায় আশংকা হারে চুরি বৃদ্ধি পায়। গত এপ্রিল মাস পর্যন্ত ৭/৮টি দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়। অধিকাংশ চুরিগুলোর থানায় অভিযোগ দেওয়া হলেও ২২ এপ্রিল ১টি চুরির মামলা দায়ের হয় ,যার নং ১৫। এবার সংগঠিত হল ডাকাতি। ফলে লোহাগড়ার মানুষ আতংকের মধ্যে দিন কাটাচ্ছে বর্তমান। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।