স্টাফ রিপোর্টার
“দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প” এর উপর নড়াইলে বিআরডিবি দিনব্যাপী প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নড়াইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, নড়াইল এর আয়োজনে “দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প -২য় পর্যায় কর্তৃক আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক এস এম মাসুদুর রহমান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্ত সাদিয়া ইসলামের সভাপতিত্বে বিআরডিবি নড়াইল এর উপ-পরিচালক সুজিত কুমার বিশ্বাস,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা এতে বিশেষ অতিথি ছিলেন।
সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ জিল্লুর রহমান, বিআরডিবির সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা জিল্লুর রহমান, সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিনের চেয়ারম্যান, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকসহ ৩০ জন এ প্রশিক্ষনে অংশগ্রহন করেন।