স্টাফ রিপোর্টার
‘পুষ্টি, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে পালিত হল বিশ্ব দুগ্ধ দিবস-২০২২। এ উপলক্ষে আজ (বুধবার) জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সেখানে শিশুদের মাঝে তরল দুধ ও টি-শার্ট এবং দুগ্ধ খামারীদের মাঝে গো-খাদ্য ও ভিটামিন মিনারেল প্রিমিক্স বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মারুফ হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, খামারী, শিক্ষার্থী ও জেলা প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।