গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় স্থানীয় কৃষক-কৃষাণীদের অংশগ্রহনে রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবিবার (৫ জুন) কৃষি অফিস মিলনায়তনে এ সেমিনার হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহারের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াহেদ খানের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ মিলন প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার জানান- স্থানীয় কৃষকদের কৃষি আবহাওয়া তথ্য বিষয়ে সচেতন করার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে উপজেলার ৫০জন কৃষক ও কৃষাণী অংশগ্রহন করেন। সেমিনার শেষে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।