বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল ইউনিটের তহবিল সংগ্রহ মাস উদযাপন এর উদ্বোধন

0
8
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল ইউনিটের তহবিল সংগ্রহ মাস উদযাপন এর উদ্বোধন
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল ইউনিটের তহবিল সংগ্রহ মাস উদযাপন এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল ইউনিটের তহবিল সংগ্রহ মাস উদযাপন-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল ইউনিট কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল ইউনিট এর আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড: সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরা, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ প্রেমানন্দ মন্ডল, বিশিষ্ট সমাজ সেবক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন, এতে বিশেষ অতিথি ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর তাৎক্ষনিক উপস্থিত অতিথি ও কর্মকর্তাদের মাধ্যমে কুফনের মাধ্যমে ৪০ হাজার টাকার তহবিল সংগ্রহ হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী লিটনের সভাপতিত্বে ইউনিটের কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, রওশন আরা লিলি, পৌর কাউন্সিলর মোঃ রেজাউল বিশ্বাস, ইউনিটের কর্মকর্তা, সদস্যগণসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।