নড়াইল জেলা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

0
30
নড়াইল জেলা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
নড়াইল জেলা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

নড়াইল জেলা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুুপুরে জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে শহরের পুরাতন বাস টার্মিনালস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মীনা মালেক।

জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া খানমের সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ঝর্ণা বাড়ৈ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আফরোজা হাসনাত, মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান, মহিলা আওয়ামী লীগ নেত্রী লতিফা খানম, যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাদিরা নাসরিন নীলা, নওশীন সুলতানা সুমি, প্রচার সম্পাদক রোমানা খানম রিক্তা, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোস্না বেগম।
নড়াইল জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসমত আরার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নড়াইল জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অপর্ণা রানী বিশ্বাস, অ্যাডভোকেট রমা রায়, সহ সভাপতি গুলশান আরা, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট রওশন আরা কবীর লিলি, মিসেস রানী খানম, নাজনীন সুলতানা রোজী, লোহাগড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লতিফা পারভীন লেভী, কালিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি আক্তারসহ আরো অনেকে।

এসময় ৩টি পৌরসভা ও ৩ উপজেলার ৩৯টি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকসহ জেলা মহিলা লীগের নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।