নড়াইল জেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
8
নড়াইল জেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নড়াইল জেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার

নড়াইল জেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বঙ্গবন্ধুর ম্যোরালে ফুল দেওয়া হয়। বিকাল ৪ টায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ সুবাস চন্দ্র বোস। প্রধান অতিথি ছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা এমপি।

প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু। এছাড়া বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা এডঃ অচীন চক্রবর্তী, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা প্রমুখ। নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা এমপি বলেন নিজেদের মধ্যে সকল বিভেদ ভুলে আগামী নির্বাচনে আওয়ামীলীগকে জনগণের সমর্থন নিয়ে নৌকাকে জয়যুক্ত করতে হবে।