নড়াইলের কালিয়ায় ২২০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

0
13
নড়াইলের কালিয়ায় ২২০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ
নড়াইলের কালিয়ায় ২২০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়ায় ২০২১-২২ অর্থ বছরে খরিপ-২/ ২২-২৩ মৌসুমে উফশী কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক- কৃষানীদের মাঝে বিনামুল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ বুধবার কালিয়া উপজেলা পরিষদ চত্বরে কালিয়া উপজেলা কৃষি অফিস, নড়াইল এর আয়োজনে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়।

উপজেলার ২ হাজার ২ শত (২,২০০) জন কৃষককের মাঝে প্রত্যেককে বিঘা প্রতি ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমও পি সার বিনামূল্যে বিতরন করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি কৃষিসম্প্রসারন অধিদপ্তর, নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল হকের সভাপতিত্বে কালিয়া উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ , কালিয়া পৌর মেয়র মোঃ ওহিদুজ্জামান হিরা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহীম, মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা সুবির কুমার বিশ্বাস, সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মি, উপকার ভোগী কৃষক-কৃষানীসহ সংশ্লিস্টরা এ সময় উপস্থিত ছিলেন।