স্টাফ রিপোর্টার
বিচারপ্রার্থী হিসেবে আদালতে আগত নারীদের সংখ্যা মোট বিচারপ্রার্থীদের প্রায় অর্ধেক। জেলা জজ আদালতে কর্মরত আছে অনেক নারী কর্মকর্তা ও কর্মচারী। এছাড়াও নারী আইনজীবী, নারী পুলিশ কর্মকর্তা ও কর্মচারী দিয়ে আদালত প্রাঙ্গণ দিনব্যাপী মুখরিত থাকে। এই সকল নারীদের প্রয়োজনের কথা চিন্তা করে নড়াইল জেলা জজ আদালতে সর্বপ্রথম বারের মত নারীবান্ধব পৃথক ওয়াশরুম নির্মাণ করা হয়েছে।
নির্মাণ কাজ শেষে আজ সেটির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ আলমাচ হোসেন মৃধা। আরো উপস্থিত ছিলেন নারী ও শি/শু নি/র্যাতন দমন ট্রাব্যুনালের বিচারক সানা মো: মাহরুফ হোসাইন, চীফ জূডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মোহা: আমীনুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: কেরামত আলী, নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজ, নড়াইল আদালতের সকল বিচারক, নড়াইল জেলা আইনজীবী সমিতির প্রেসিডেন্ট ওমর ফারুক, সরকারি কৌঁসুলি অচিন কুমার চক্রবর্তী পাবলিক প্রসিকিউটর মো: এমদাদুল ইসলাম, নড়াইল আদালতে কর্মরত সকল নারী কর্মকর্তা ও নারী আইনজীবীবৃন্দ।