স্টাফ রিপোর্টার
নড়াইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ৩ জুলাই রোববার বেলা এগারোটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলার ২ হাজার ৬ শত জন কৃষক কৃষাণীদের মাঝে এসব বিতরণ করা হয়।
নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রোকজ্জামান,উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান ইসমত আরা প্রমুখ।
নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার রায় বলেন, ২০২১-২২ মৌসুমে আউশ প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতারণ করা হয়েছে। প্রতি কৃষকের মাঝে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএমপি সার ও ১০ কেজি এমওপি সার বিনা মূল্যে দেয়া হয়েছে।