স্টাফ রিপোর্টার
নড়াইলের বহুল আলোচিত জুতা ব্যবসায়ী মো.কামরুল শেখ হত্যা মামলার প্রধান আসামী মো. সাহাদত সরদারকে (৬৫) অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত আড়াইটার দিকে কালিয়া থানার একদল পুলিশ নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সাহাদত কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের মৃত পাঞ্জু সরদারের ছেলে।
পুলিশ জানায়, পুরুলিয়া পূর্ব-পাড়া পূর্ব শত্রুতার জের ধরে গত ৩০ জুন ভোর ৬ চার দিকে সাহাদত সরদারের নেতৃত্বে তার সমর্থকরা কামরুল শেখের বাড়িতে স্বশস্ত্র হামলা চালিয়ে কামরুলকে কুপিয়ে হত্যা করে ।
নিহতের ভাই জাকির শেখ বাদি হয়ে সাহাদত সরদারসহ ৩২ জনকে আসামী করে হত্যা মামলার দায়ের করেন। কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম বলেন, গ্রেফতারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।