নড়াইলে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
6
নড়াইলে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইলে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়ায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠি হয়েছে। রবিবার নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ পুকুরে জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে ক্রীড়া অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি-২০২২-২০২৩ এর আওতায় জেলার লোহাগড়া উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, দাখিল মাদ্রাসা ও ক্রীড়া ক্লাবের বাছাইকৃত ( বালক- বালিকা ) প্রতিযোগীদের অংশগ্রহণে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সাঁতারের ৪ টি ইভেন্টে বালক- বালিকা মোট ৮টি গ্রুপে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রজাপতি সাাঁতারে বালক – ছোট-গ্রুপে-অনিক কর্মকার -প্রথম, মুক্ত সাঁতার বালক-বড়- গ্রুপে -মেহেদী হাসান -প্রথম, বুক সাঁতার- প্রজাপতি সাতাঁর ও মুক্ত সাঁতারে বালিকা – বড় গ্রুপে- সামিমা আক্তার – প্রথম, বুক সাাঁতাওে -বালিকা – ছোট- গ্রুপে লিমা খানম -প্রথম স্থান লাভ করে। মোট ৩৬ জনকে পুরস্কৃত করা হয়।

প্রতিযোগিতা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগার আলীা। জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সরকারি গ্রন্থাগারেরর লাইব্রেরিয়ান মোঃ তাজুল ইসলাম ছিলেন। সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রতিযোগী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।