নড়াইলে শেষ হল মাকর্স এ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পিয়নশীপ- ২০২২

0
10
নড়াইলে শেষ হল মাকর্স এ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পিয়নশীপ- ২০২২
নড়াইলে শেষ হল মাকর্স এ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পিয়নশীপ- ২০২২

স্টাফ রিপোর্টার

নড়াইলে শেষ হল আবুল খায়ের গ্রুপ “মাকর্স এ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পিয়নশীপ-২০২২। রবিবার বিকালে নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামর হল রুমে জেলা ক্রিড়া সংস্থা, জেলা প্রশাসন ও জেলা পুলিশ, নড়াইল, এর আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার সমাপণী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়, চ্যাম্পিয়ন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ১ম রানার্স আপ ও কালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ২য় রানার্স আপ হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এস, এম ছায়েদুর রহমান, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম- সম্পাদক মাসুদুর রহমান বিপু, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ কামরুজ্জামান এতে বিশেষ অতিথি ছিলেন।

পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ- সভাপতি সাদিরা খাতুন এর সভাপতিত্বে জেলা ক্রিড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক কৃষ্ণপদ দাস, কোষাধক্ষ্য আব্দুর রশীদ মন্নু, দাবা পরিষদেও সাম্পাদক দিলীপ কুমার রায়, সরকারি কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, প্রতিযোগী-অভিভাবকসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।