স্টাফ রিপোর্টার
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নড়াইল জেলা জজ আদালতে জেলা ও দায়রা জজ আলমাচ হোসেন মৃধার সভাপতিত্বে উক্ত আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ত্রৈমাসিক বিচার বিভাগীয় সম্মেলন।
উক্ত কনফারেন্সে উপস্থিত ছিলেন নারী ও শিশু নি/র্যাতন দম/ন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক সানা মোঃ মাহরুফ হোসাইন,চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহা: শেখ আমীনুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব কেরামত আলী, সিভিল সার্জন নাছিমা আক্তার, জেলা ম্যাজিস্ট্রেট এর পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নড়াইল বিচার বিভাগের সকল বিচারকবৃন্দ, জেলা আইনজীবী সমিতির সভাপতি ওমর ফারুক, পাবলিক প্রকিউটর এমদাদুল ইসলাম সহ অন্যান্য আইনজীবীবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ।
দেওয়ানি ও ফৌজদারি বিচার ব্যবস্থায় মামলা পরিচালনার ক্ষেত্রে যে সকল সমস্যা হয় সেগুলো সনাক্তকরণসহ সমাধানের বিভিন্ন পদক্ষেপ নিয়ে কনফারেন্সে ফলপ্রসু আলোচনা হয়।