নড়াইলে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান

0
11
নড়াইলে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান
নড়াইলে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান

স্টাফ রিপোর্টার

কম্পিউটারে প্রাথমিক দক্ষতায় শতভাগ জ্ঞানার্জনে সাফল্যের জন্য নড়াইলে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান সমূহ হলো আউড়িয়া এপিবিএসএল মাধ্যমিক বিদ্যালয়, এবিএস নাকশী মাধ্যমিক বিদ্যালয়, রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, বিবিএস দাখিল মাদরাসা এবং আরবিএসএম ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়।

বুধবার (১২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আউড়িয়া অমল সেন ডিজিটাল লাইব্রেরীর আয়্জোনে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

লাইব্রেরীর প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ফকরুল হাসান। বিশেষ অতিথি হিসিবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান।

অন্যান্যের বক্তব্য রাাখেন আব্দুল হাই সিটি কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মল্লিক, সহকারি অধ্যাপক মলয় কান্তি নন্দী, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও সম্মিলনী চালিতাতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধ্রুব কুমার ভদ্র, রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাখাওয়াৎ হোসেন,আউড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।

এছাড়া রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ শ্রেণির ছাত্রী সুজাতা পাল এবং এপিবিএসএল মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র রিজভী হাসান অভি কম্পিউটারে প্রাথমিক দক্ষতা অর্জন সম্পর্কে বক্তব্য রাখে।

বক্তরা বলেন আগামী ২০২৩ সালের ফেব্রুয়ারির মধ্যে এ জেলার প্রতিটি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটারে প্রাথমিক দক্ষতা শতভাগ অর্জন করতে পারবে। এবিষয় সময় মতো জেলা শিক্ষা অফিস থেকে নির্দেশনা প্রদান করা হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাপ্তাহিক নড়াইলকণ্ঠ পত্রিকার সম্পাদক কাজী হাফিজুর রহমান।