নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসারের আশ্রয়ণ প্রকল্প-২ এর গৃহনির্মাণ কার্যক্রম পরিদর্শন

0
1
নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসারের আশ্রয়ণ প্রকল্প-২ এর গৃহনির্মাণ কার্যক্রম পরিদর্শন
নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসারের আশ্রয়ণ প্রকল্প-২ এর গৃহনির্মাণ কার্যক্রম পরিদর্শন

স্টাফ রিপোর্টার

নড়াইল সদর উপজেলায় আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় গৃহনির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম। মঙ্গলবার সকালে সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের শোলপুর মৌজায় ১২টি এককগৃহ নির্মাণকাজ পরিদর্শন করেন। এসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ, উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত নাসরিন সুলতানা সঙ্গে ছিলেন।

নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি সাদিয়া ইসলাম জানান, মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না- এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নড়াইল জেলায়ও আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় গৃহনির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে নড়াইল সদর উপজেলায় খাস জমির সংস্থান না থাকায় সরকারি নীতিমালা অনুযায়ী জমি ক্রয় করে সিংগাশোলপুর ইউনিয়ন এর অন্তর্গত শোলপুর মৌজায় ১২টি এককগৃহ নির্মাণের কাজ চলছে। নির্মাণকাজ যাতে ভাল হয় সে লক্ষ্যে কমিটির সদস্যবৃন্দ তদারকি চালিয়ে যাচ্ছেন। আশা করা যায়-নির্ধাতির সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হবে এবং ভূমিহীনদের মাঝে এসব ঘর হস্তান্তর করা সম্ভব হবে।