স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী উপহার হিসাবে নড়াইল সদরে ঘর পাচ্ছেন আশ্রয়হীন ১২টি পরিবার। শনিবার মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীণ ও গৃহহীণ পরিবারকে জমি ও গৃহ প্রদান কর্মসূচির আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় সদরের সিঙ্গাশোলপুর ইউনিয়নের ১০৯ নং শোলপুর মৌজায় ক শ্রেনীর পরিবার পুনর্বাসন এর নিমিত্তে ১২টি গৃহ নির্মান কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহমুদুর রহমান, উপজেলা প্রকৌশলী জহির মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট বিভাগ কর্মকর্তাগণ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি সাদিয়া ইসলাম জানান, মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। এ শ্লোগানকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় নড়াইলেও আশ্রয়ন প্রকল্প -২ এর আওতায় গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে নড়াইল সদর উপজেলায় খাস জমির সংস্থান না থাকায় সরকারি নীতি মালা অনুযায়ী জমি ক্রয় করে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় সদরের সিঙ্গাশোলপুর ইউনিয়নের ১০৯ নং শোলপুর মৌজায় ক শ্রেনীর ১২ টি পরিবারকে পুনর্বাসন করার জন্য ২৩ লক্ষ ৪২ হাজার ২ শত ৭০ টাকার জমি ক্রয় করা হয়েছে। এ জমিতে ১২টি গৃহ নির্মাণ করা হচ্ছে। প্রতিটি গৃহ ২লক্ষ ৫৯ হাজার ৫ শত টাকা ব্যয়ে নির্মান করা হচ্ছে। ইতিমধ্যে এ সব গৃহ নির্মানের ৭০ ভাগ শেষ হয়েছে , আগামী নভেম্বর মাসের মাঝামাঝি এ কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।