গৌরীপুর প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে রবিবার (৩০ অক্টোবর) দুপুরে গাভীশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কাউরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০০ জন শিক্ষার্থীর হাতে হাইজিন সামগ্রী সম্বলিত একটি প্যাকেট তুলে দেওয়া হয়েছে। উক্ত হাইজিন সামগ্রীগুলো হল, একটি হাত ধোয়ার সাবান, একটি ব্রাশ, একটি পেস্ট, একটি নেইল কাটার, একটি চিরুনি, একটি পার্কার কলম ও এক পাতা সিভিট।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের উদ্যোগে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সচেতনতা তৈরির লক্ষ্যে এ উপকরণসমূহ বিতরণ করা হয়।
এসময় উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক,সহকারী বৃন্দ, এসএমসি সভাপতি, সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন- এই হাইজিন সামগ্রী ব্যবহারের অভ্যাসের মাধ্যমে শিশুরা তাদের স্বাস্থ্য ও হাইজিন বিষয়ে নিজেরা সচেতন হবে এবং নিজেকে সুরক্ষিত রাখবে।