বাঘারপাড়ায় জেল হত্যা দিবস পালিত

0
9
বাঘারপাড়ায় জেল হত্যা দিবস পালিত
বাঘারপাড়ায় জেল হত্যা দিবস পালিত

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেল হত্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রণজিৎ কুমার রায়। বক্তব্য রাখেন পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চু, অধ্যক্ষ আজগর আলী, বীরমুক্তিযোদ্ধা খন্দকার শহিদুল্যাহ, ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা।

এদিন বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীরমুক্তিযোদ্ধা ছদর উদ্দিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা ইরাদত হোসেন, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক এনায়েত হোসেন লিটন প্রমুখ।