গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দৌলতপুর গ্রামের স্থানীয় নয়ন মিয়া আকন্দ (৬০) হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। রবিবার (১৩ নভেম্বর) বিকেলে গৌরীপুর পৌর শহরে স্থানীয় লোকজন এ মিছিল বের করেন। মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের নিকট স্মারকলিপি পেশ করা হয়।
উল্লেখ্য গত ২৩ অক্টোবর একই গ্রামের প্রতিপক্ষের হামলায় নয়ন মিয়া আকন্দের মৃত্যু হয়। হামলায় এ পরিবারের আরও চারজন গুরুতর আহত হন।
নিহতের ছেলে রুহুল আমিন (২৬) জানান- এ হত্যাকান্ডের ঘটনায় তিনি বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্য ওয়াসিম উদ্দিন আকন্দসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা করেন। এদিকে মামলা দায়েরের ২০দিন পার হলেও কোন আসামী গ্রেপ্তার হয়নি। এতে তারা উদ্বিগ্ন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, এ হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের জন্য নিয়মিত পুলিশী অভিযান পরচিালিত হচ্ছে। এক্ষেত্রে আসামীরা মোবাইল ব্যবহার না করায় তাদের অবস্থান শনাক্ত করা যাচ্ছেনা। ফলে তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছেনা। তবে দ্রুত এ মামলার আসামীদের গ্রেপ্তার করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।