২০ লাখ টাকা চাঁদা না দিলে মামলায় ফাঁসানোর হুমকির প্রতিবাদ এক মুক্তিযোদ্ধা পরিবারের

0
11
২০ লাখ টাকা চাঁদা না দিলে মামলায় ফাঁসানোর হুমকির প্রতিবাদ এক মুক্তিযোদ্ধা পরিবারের
২০ লাখ টাকা চাঁদা না দিলে মামলায় ফাঁসানোর হুমকির প্রতিবাদ এক মুক্তিযোদ্ধা পরিবারের

স্টাফ রিপোর্টার

নড়াইলে ২০ লাখ টাকা চাঁদা না দিলে মামলায় ফাঁসানোর হুমকির প্রতিবাদ জানিয়েছেন এক মুক্তিযোদ্ধা পরিবার। রোববার (১৩ নভেম্বর) সদরের তুলারামপুর ইউনিয়নের চাঁচড়া গ্রামের মুক্তিযোদ্ধা মৃত কুবাদ আলীর পরিবার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে প্রতবাদ জানিয়েছেন মুক্তিযোদ্ধা কুবাদ আলীর স্ত্রী আকরিমা বেগম ও তার সন্তান রমজান আলী।

আকরিমা বেগম অভিযোগে জানিয়েছেন, গত কয়েক মাস ধরে যশোরে কর্মরত ডিবি পুলিশ পরিচয়ে (নাম বলতে পারেননি) আমার ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য রমজান আলী যশোর শহরের ঘোপ এলাকার শরিফুল ইসলাম টগর নামে এক ব্যক্তির কাছ থেকে ২০ লাখ টাকা নিয়েছেন মর্মে অভিযোগ করে আসছেন। এ টাকা না দিলে তার নামে মামলা দেওয়া হবে। গত ৯ নভেম্বর গভীর রাতে আমরা কেউ বাড়িতে না থাকায় টগর এবং ওই পুলিশ বাড়ির তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে টগরকে ফোন করে তালা ভাঙার বিষয় জানতে চাইলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

অবসরপ্রাপ্ত সেনা সদস্য রমজান আলী বলেন, গত দু’বছর আগে টগরের সাথে পারিবারিক সম্পর্কের সূত্র ধরে বছর খানেক আগে যশোরে পুরোনো লোহা ও ভাংড়ি ব্যবসা শুরুর প্রস্তুতি নিলেও পরে বাদ দেই। সে আমার কাছে কোনো টাকা না পেলেও এখন সে দাবি করছে সে নাকি ২০ লাখ টাকা পারে। সে যদি টাকা পায় তাহলে মামলা করুক। আমার বাড়ি নড়াইলে। আর যশোরে কর্মরত এক ডিবি পুলিশ (নাম বলতে পারেননি) আমার কাছে টাকা দাবি করে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে।

এ প্রসঙ্গে শরিফুল ইসলাম টগরকে ফোন করলে তার মোবাইল ফোনে বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান বলেন,এ ঘটনা সম্পর্কে কিছুই জানিনা। তবে নড়াইলের মধ্যে অন্য কোন জেলার আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা প্রবেশ করতে চাইলে নড়াইল আইনশৃংখলা বাহিনীর সহযোগিতা নেওয়ার নিয়ম। এর ব্যত্যয় ঘটালে আইনি সহায়তা নিতে পারেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবার।