বাল্যবিয়ে, ইভটিজিং ও মাদক বিরোধী শপথ নিল সহস্রাধিক শিক্ষার্থী

0
8
বাল্যবিয়ে, ইভটিজিং ও মাদক বিরোধী শপথ নিল সহস্রাধিক শিক্ষার্থী
বাল্যবিয়ে, ইভটিজিং ও মাদক বিরোধী শপথ নিল সহস্রাধিক শিক্ষার্থী

হলি সিয়াম শ্রাবণ

ময়মনসিংহের গৌরীপুরে ‘বাল্য বিবাহ, ইভ টিজিং ও মাদককে না বলি, সম্মুখ পানে আত্ববিশ্বাসে এগিয়ে চলি’ প্রতিপাদ্য নিয়ে নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের এক হাজারেরও বেশি শিক্ষার্থী বাল্যবিয়ে, ইভটিজিং, মাদক বিরোধী শপথ নিয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও অন্যচিত্র উন্নয়ন সংস্থার সহায়তায় বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে শপথ গ্রহণ করে এবং বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদককে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীদের মাঝে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক বিরোধী তথ্য কার্ড বিতরণ করা হয়।

বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নিকহাত আরা।

সমাবেশে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকের কুফল নিয়ে আলোচনা করেন গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী, অন্যচিত্রের কোষাধ্যক্ষ নাজিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার কমল রায়, বিদ্যালয়ের সকল শিক্ষকগণ প্রমুখ।