স্টাফ রিপোর্টার
“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ ”এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে জেলা পর্যায়ে শেষ হয়েছে ২ দিনব্যাপীন (২৩-২৪ নভেম্বরল) ডিজিটাল উদ্ভাবনী মেলা -২০২২। আজ বৃহস্পতিবার নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
মেলায় শ্রেষ্ঠ ষ্টল নির্বচিত হয়েছে নড়াইল সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র। শ্রেষ্ঠ উদ্ভাবনী প্রকল্প/ধারনা/আইডিয়ায় ক- গ্রপে প্রথম হয়েছে লোহাগড়ার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়, খ-গ্রুপে প্রথম হয়েছে- কালিয়ার মনোরঞ্জন কাপুড়িয়া কলেজ, গ- গ্রুপে প্রথম হয়েছে নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরূর হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দিপক রায়, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মারুফ হাসান, নড়াইল সরকারি কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ শামীম হাসান, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
এ মেলায় জেলার ৩ উপজেলার বিভিন্ন সরকারি-বে-সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের বিভিন্ন ডিজিটাল উদ্ভাবনী নিয়ে ৩২টি ষ্টল খোলা হয়েছিল।